Home / দেশের খবর / সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তুত, এ মাসেই সংলাপ

সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তুত, এ মাসেই সংলাপ

শেরপুর নিউজ ডেস্ক: রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সরকার ১১টি কমিশন গঠন করেছে। এর মধ্যে চলতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ ৫টি কমিশনের সুপারিশ ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে। এর পরই রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে এ নিয়ে সংলাপের আয়োজন করা হবে। জানা গেছে, চলতি মাসেই সংস্কার বিষয়ক সংলাপের প্রক্রিয়া শুরু হবে। প্রধান উপদেষ্টা আগামী ২০ জানুয়ারি থেকে ৫ দিন বিদেশ সফর করবেন। তারপর এ সংলাপ শুরু হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই সংলাপের দিনক্ষণ জানানো হতে পারে। নিবন্ধিত রাজনৈতিক দলের পাশাপাশি জুলাই-আগস্ট অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষক, শিক্ষার্থী, সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সংলাপে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা উপস্থিত থাকবেন কি-না, নাকি জাতীয় ঐকমত্য গঠন কমিশন এ সংলাপের আয়োজন করবে; তা এখনও চূড়ান্ত হয়নি।

একটি সূত্র জানিয়েছে, জাতীয় ঐকমত্য গঠন কমিশন সংলাপের আয়োজন করে উপদেষ্টাদের আমন্ত্রণ জানাতে পারে। তবে এ সংলাপেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটের দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে না।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল। এই পাঁচ কমিশনকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়ার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই হিসাবে ২ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমার কথা ছিল। আর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৬ অক্টোবর। ৫ জানুয়ারির মধ্যে এ কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। গত ৪ নভেম্বর প্রথম ধাপের ছয় কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এতে কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ ছয় কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মধ্যে

জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে। আর বিচার বিভাগ সংস্কার কমিশনকে প্রতিবেদন দেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জানা গেছে, পাঁচটি কমিশনের সুপারিশ প্রস্তুত। ১৫ জানুয়ারির মধ্যেই এসব কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে।

প্রাপ্ত তথ্যমতে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু, সংসদে উচ্চকক্ষ, সংসদের মেয়াদ ৪ বছর, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, গণভোটের বিধান, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যসহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ এসেছে এসব সুপারিশে।

এদিকে প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠনের ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। জাতীয় ঐকমত্য গঠন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সকল সিদ্ধান্ত জরুরি, সে সকল বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায়, সেই বিষয়ে পরামর্শ চূড়ান্ত করা জাতীয় ঐকমত্য গঠন কমিশনের অন্যতম কাজ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা।

‘নির্বাচনী রোডম্যাপ শিগগিরই আসছে’ উল্লেখ করে গতকাল শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিদেশি বিনিয়োগের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন এবং বিনিয়োগ আসবে। তিনি বলেন, আমাদের জন্য কঠিন কাজ সামনে। এবং আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে।

এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি আবারও সামনে এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের প্রয়োজন থাকলেও নির্বাচিত সরকার ছাড়া তাতে কেউ বৈধতা দিতে পারে না। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, একটা কাঠামো তৈরি করেন; সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে নির্বাচিত সংসদ; নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনও লেজিটিমেসি (বৈধতা) আমরা দিতে পারব না। এটা ফ্যাসিস্টরা পারবে।

এদিকে এছাড়া গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রতিবেদন দিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে এসব কমিশন। জানা গেছে, তারা নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দাখিলের চেষ্টা করছে।

সুত্র: দৈনিক আমাদের সময়

Check Also

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 13 =

Contact Us