শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খাঁন এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জুব্বার, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি রাশেদ আহম্মেদ, আইয়ুব আলী, আব্দুল আলীম, কেএম শফিউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা হিমেল, নেতা অয়ন প্রমূখ বক্তব্য রাখেন। পরে পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে পাঁচ সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।
Check Also
ধুনটে মুক্তিপণ দিয়ে কলেজ ছাত্র উদ্ধার গ্রেপ্তার ১
ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে মুক্তিপণের ৭ হাজার টাকা দিয়ে একঘণ্টা পর অপহৃত কলেজ …