Home / কৃষি / চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত

চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত

 

 

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের সাববাঁধ এলাকার কৃষক রবিউল ইসলাম বেগুন চাষ করে বাজিমাত করেছেন। পাঁচ মাসে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন বলে প্রত্যাশা করছেন। তিনি উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রণোদনার বীজ, সার ও আনুসাঙ্গিক কিছু অর্থ পেয়ে শুরু করেছেন বেগুন চাষ। এখন তিনি গড়ে প্রতিদিন বেগুন বিক্রি করছেন ৪ থেকে ৫ মণ। বাজারে দামও পাচ্ছেন মণ প্রতি ৭শ’ থেকে ৮শ’ টাকা।

কৃষি অফিস জানায়, উপজেলায় রবি মৌসুমে সাড়ে ৫শ’ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। এরমধ্যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ অন্যান্য শীতকালীন সবজি রয়েছে। সরেজমিন ও কৃষকের সাথে কথা বলে জানা গেছে, রবি মৌসুমে অন্যান্য সবজির তুলনায় এক একর জমিতে বেগুন লাগিয়ে বাজিমাত করেছেন কৃষক রবিউল ইসলাম। লাভ বেশি হওয়ায় অন্য আবাদ বাদ দিয়ে তিনি বেগুন চাষে ঝুঁকেছেন।

গাছে ঝাঁকে ঝাঁকে ধরে বেগুন। দুই একদিন পর পর ক্ষেত থেকে তোলেন ৮ থেকে ৯ মণ বেগুন। বাজারজাতেও ভালই সাড়া পাচ্ছেন তিনি। এখন নিজ এলাকার চাহিদা মিটিয়ে বিক্রি করছেন আশেপাশে উপজেলাগুলোতেও। ইতোমধ্যে ক্ষেত হতে বেগুন বিক্রি করেছেন প্রায় ৮০ হাজার টাকার। তবে আগামী পাঁচ মাস এই ক্ষেতে পরিচর্যা করলে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন বলে জানিয়েছেন এই কৃষক।

উপ-সহকারী কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিসের প্রকল্পের আওতায় রবিউল ইসলামকে প্রণোদনার বীজ, সারসহ কিছু অর্থ দেয়া হয়েছিল। এ দিয়ে তিনি বেগুন চাষ করেন। এখন এই ক্ষেত হতে তিনি দুই থেকে আড়াই লাখ টাকা আয় করবেন।

চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, ওই কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এক একর জমিতে বেগুন লাগানোর জন্য বীজ সার দেয়া হয়েছে। উনি বেগুন চাষ করে বেশ লাভবান হয়েছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদেরও প্রণোদনার আওতায় আনব।

Check Also

শেরপুরে ফুলকপির দাম প্রতিমণ ৫০ টাকা!

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে সবজির দাম হটাৎ কমে যাওয়ায় প্রান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 1 =

Contact Us