শেরপুর নিউজ ডেস্ক:
শেরপুরে ছোট বোনকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলম জনি (৩০) নামে বড় ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ওই গ্রামের রেজাউল করিম বাবুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে জাহাঙ্গীর আলম মানসিক ভারসাম্যহীন তার ছোট বোন জ্যোতিকে (২৭) পিটিয়ে গুরুতর আহত করে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে আহত জ্যোতিকে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ জ্যোতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ছোট বোন জ্যোতি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।