শেরপুর নিউজ ডেস্ক:
চরমোনাই পীর রেজাউল করিম বলেছেন, বহু আন্দোলন ও সংগ্রামের ফসল বাংলাদেশ। দেশের মানুষ স্বাধীনতার আগে ও পরে তাদের অধিকার আদায় ও ইনসাফের জন্য অনেক রক্ত দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য কখনও পূরণ হয়নি। মুক্তির লক্ষে ৪৭-এ রক্ত দিয়েছে কিন্তু পেয়েছে পাকদের শোষণ, ৭১-এ আবার রক্ত দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠার লক্ষে কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসেও সেই লক্ষ্য পূরণ হয়নি।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সম্মেলনে এ কথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, স্বাধীন এ দেশে জনগণের অধিকার আদায়ে রক্ত দিতে হয়েছে বহুবার। যে যখন ক্ষমতায় গিয়েছেন— তখন সে লুটেরা, দখলবাজ, ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতি এগুলো আর চায় না।
পীর চরমোনাই বলেন, ২৪-এর অভ্যুত্থান প্রমাণ করে কোনও ফ্যাসিস্ট খুনির খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এ জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো— পি আর পদ্ধতিতে নির্বাচন (সংখ্যানুপাতিক পদ্ধতি)। এ পদ্ধতিতে সকল জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে।
তিনি বলেন, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না। ভারতের চোখে চোখ রেখে কথা হবে, কোনও নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেওয়া হবে না। জনগণ ভারতের জঘন্য কূটকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাংলাদেশে আবারও যদি কেউ দিল্লীর দাদাদের মদদ-পৃষ্ট হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, তবে জাতি তাকে নিক্ষেপ করবে। ২৪-এর অভ্যুত্থান হাজারও ছাত্র-জনতার ত্যাগের ফসল। বহু ছাত্রজনতা মৃত্যুকে আলিঙ্গন করেছে ও পঙ্গুত্ব বরণ করেছে। এই রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না।
সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়। প্রফেসর মো. লোকমান হাকীমকে সভাপতি, মাওলানা নাছির আহমাদ কাওছার ও মাওলানা জাকারিয়া হামিদীকে সহ-সভাপতি এবং মাওলানা আবুল খায়েরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
প্রফেসর মো. লোকমান হাকীমের সভাপতিত্বে ও আবুল খায়েরের সঞ্চালনায় নগর সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়।