সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / তিন দফা দাবিতে বগুড়ায় চাকুরীচ্যূত বিডিআর পরিবারের মানববন্ধন

তিন দফা দাবিতে বগুড়ায় চাকুরীচ্যূত বিডিআর পরিবারের মানববন্ধন

শেরপুর নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকুরীচ্যূত, ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদ। রবিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শহরে মিছিল শেষে সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে শতাধিক চাকুরীচ্যূত বিডিআর ও তাদের পরিবারসহ কারাবন্দি বিডিআরদের পরিবারের সদস্যরা অংশ নেন।

এতে বক্তব্য দেন ডিএডি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সমন্বয়ক জিয়াউল হক জিয়া, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, ছাত্র প্রতিনিধি আল জাবের, জাকিরুল, সাকিব খান, বিডিআর সদস্য আলতাফ হোসেন, জুলফিকার, আশিকুর রহমান, জয়নাল আবেদীন, এনামুল হক, গোলাম মোস্তফা, কামাল পাশা।

বক্তারা বলেন,পিলখানা সহ সারা দেশের চাকরিচ্যূত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসনপূর্বক চাকরিতে পুনর্বহাল করতে হবে। কারাবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডে প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

Check Also

বগুড়ায় সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে আটক ৮

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে বগুড়ায় অভিযান চালিয়ে আটজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =

Contact Us