রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির সভাপতি সাহাদাত হোসেন সনির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা পৌর বিএনপির সভাপতি সাহাদাত হোসেন সনির বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উল আলম নামে এক ব্যক্তিকে থানা থেকে জিম্মায় ছেড়ে নেয়ার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বেড় করে। বিক্ষোভ মিছিলটি সারিয়াকান্দি থানা রোডে বিএনপির কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিলটি হাসপাতাল মোড়ে এসে সাহাদাত হোসেন সনির কুশপুত্তলিকা দাহ করে।
এর পর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন। সভাটি সঞ্চালন করেন পৌর জাসাস এর সভাপতি আব্দুল মমিন আকন্দ, একে এম মাছুদুর রহমান রিবন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভুট্টা মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।