সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইরানের সেনাবাহিনীর হাতে ১০০০ নতুন অত্যাধুনিক ড্রোন

ইরানের সেনাবাহিনীর হাতে ১০০০ নতুন অত্যাধুনিক ড্রোন

শেরপুর নিউজ ডেস্ক:

ইরানের সেনাবাহিনীর উচ্চপ্রশিক্ষিত ও অভিজাত দল বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এক হাজার নতুন ড্রোন হাতে পেয়েছে। দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইরানের সেনাবাহিনীর কাছে এক হাজার নতুন ড্রোন সরবরাহ করা হয়েছে। আগামী দিনগুলোতে ‘চিরশত্রু’ ইসরায়েল ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের কাছ থেকে বাড়তি চাপের মোকাবিলায় এই ড্রোনের ব্যবস্থা করা হয়েছে বলে তাসনিম জানিয়েছে।

অত্যাধুনিক ড্রোন যুক্ত করার অনুষ্ঠানটি সেনা কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ উপস্থিত ছিলেন।

সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে এবং বলা হচ্ছে, এগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তারা আরো জানিয়েছে, ‘ড্রোনগুলোর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, দুই হাজারেরও বেশি পাল্লা, উচ্চ পর্যায়ের ধ্বংসাত্মক সক্ষমতা, রাডার ফাঁকি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা এবং নিজে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারার সক্ষমতা।

এটি শুধু আইআরজিসির নজরদারী ও গোয়েন্দাগিরির সক্ষমতা বাড়ানো নয়, দূরবর্তী লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রেও বাড়তি সুবিধা প্রদান করবে বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে।
উল্লেখ্য, এ মাসের শুরু থেকে দুই মাস ব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। তারা এই মহড়ায় নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। দেশটির নাতাঞ্জ এলাকায় দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষিত রাখার মহড়াও চালিয়েছে অভিজাত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সূত্র : রয়টার্স

Check Also

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে যাওয়া স্থাপনার সংখ্যা ১০ হাজার!

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের তীব্রতা কিছুটা কমলেও প্যালিসেডস ফায়ার নতুন দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =

Contact Us