শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কবি সাহেব মাহমুদ আর নেই। তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রবিবার রাত ১ টায় ব্রেন স্ট্রোকজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৩ বছর। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে বসবাস করতেন। তিনি ১৯৭২ সালের ৩ জানুয়ারি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি অসংখ্য কবিতা রচনা করেছেন। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘কাঁেচর দেয়াল’ও ইতি তোমার দেবদাস। বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশ হতো তার।এছাড়া তিনি বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এবং কার্যক্রমে জড়িত ছিলেন। তিনি গান রচনা করতেন।
তার এই মৃত্যুতে পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার আহবায়ক ফাতেমা ইয়াসমিন, শব্দকথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম, নজরুল চর্চা চেতনা কেন্দ্র বগুড়ার সভাপতি ও দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু, প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান, বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি, সাধারণ সম্পাদক বিশ^জিৎ চৌধুরী রিবর্ণ, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাহিদ আল মালেকসহ অন্যান্য কবিরা শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে বগুড়ার কবিগণ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।