Home / দেশের খবর / বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী থুনায়েম আব্দুল ওহাব হামাদাহ বঙ্গভবনে তার পরিচয়পত্র পেশ করেন। এসময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মো. সাহাবুদ্দিন বলেন, কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে। আগামীতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন হবে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জাহাজ নির্মাণ এবং জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান রইল।

 

বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে ‘কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট’-এর অবদান তুলে ধরে আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।

বাংলাদেশে প্রতিযোগিতামূলক মূল্যে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহে কুয়েতের সহযোগিতাও চান সাহাবুদ্দিন।

রোহিঙ্গারা যেন সম্মানের সঙ্গে দেশে ফিরে যেতে পারেন, সেজন্য কুয়েত এবং ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে কুয়েতের রাষ্ট্রদূত তার দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদান তুলে ধরেন।

এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন কসোভোর নতুন রাষ্ট্রদূত লালজিম প্লানা। তাকে স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। দুই দেশের বাণিজ্য বাড়ানো সুযোগ রয়েছে উল্লেখ করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুদেশের মধ্যে ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেন রাষ্ট্রপ্রধান।

Check Also

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

শেরপুর নিউজ ডেস্ক: ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =

Contact Us