শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু রায়হান মোল্লা (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু রায়হান মোল্লা শুভগাছা গ্রামের মো. জলিল মোল্লার ছেলে ও খামারকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সে শেরপুর থানায় গত ২ নভেম্বর দায়ের করা নাশকতার মামলার তদন্তে প্রাপ্ত আসামী। তাকে আদালতে পাঠানো হয়েছে।