সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়: স্বস্তিকা

পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়: স্বস্তিকা

শেরপুর নিউজ ডেস্ক: অভিনেত্রী হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দশে দশ দেবে অনেক দর্শক। তবে, ঠোঁটকাটা স্বভাবের জন্য ভারতের পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীকে নিয়ে বিতর্কও কম হয় না। আগে পিছে না ভেবে যখন যা মনে আসে তাই বলতে বেশি পছন্দ করেন তিনি।

এবার সমাজের লিঙ্গবৈষ্যম্য নিয়ে কথা বললেন তিনি। পশ্চিমবঙ্গের এক বিনোদন প্রতিবেদকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ বিষয়ে কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী।

সাংবাদিক এক প্রশ্নের প্রেক্ষিতে স্বস্তিকা বলেন, ‘২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে!’

এর আগে, একবার নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় তুলে দিয়েছিলেন নেটিজেনদের মধ্যে। তবে, তাকে নিয়ে বেশি সমালোচনা করেন মেয়েরাই। তিনি জানিয়েছিলেন, সাজসজ্জা থেকে আচরণ, সব কিছুতেই ইদানীং নারী-পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন এবং আমায় বেশি বিদ্রুপ করেন মেয়েরাই!

Check Also

অভিনেত্রী শবনম ফারিয়া কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?

শেরপুর নিউজ ডেস্ক: কবে বিয়ে করবেন অভিনেত্রী শবনম ফারিয়া? এই প্রশ্ন প্রায়ই ঘুরতে দেখা যায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =

Contact Us