সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ

বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ

শেরপুর নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুরুতে বিএনপির এই সংলাপে অংশ নিবে কি-না এই বিষয়ে আলোচনা ছিল। তবে বিএনপি গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের সংলাপে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি সংলাপে অংশ নেবে। দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন প্রধান উপদেষ্টার সংলাপে। কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশে সালাউদ্দিন রওনা করবেন বলেও মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গতকাল রাত সোয়া আটটার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে।

তবে গতকাল রাত নয়টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোটের নেতারা জানিয়েছেন, সর্বদলীয় এ বৈঠকের ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Check Also

জুলাই-আগস্টে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এ ব্যাপারে উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 6 =

Contact Us