শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরটি গত ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এখনও তা আনা সম্ভব হয়নি। একের পর এক এলাকা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
বিনোদন জগতের অনেক তারকার বাড়ি এই আগুনে পুড়ে গেছে, যার মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি তিনি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানিয়েছেন।
শুরুতেই প্রীতি লিখেছেন, ‘আমি কখনই ভাবিনি এমন একটি দিন দেখতে পাব। লস অ্যাঞ্জেলস শহরটি আগুনে জ্বলছে। আমাদের আশপাশের এলাকাগুলো ধ্বংস হয়ে গেছে। এখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি। কিন্তু আগুনের ঝরে আমি কখনও ভাবিনি বাঁচব। এমন মুহূর্তের সম্মুখীন হয়েছি।’