সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি

শেরপুর নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ হালমাহেরার একটি আগ্নেয় পর্বত সক্রিয় হয়ে ওঠার পর দ্বীপটির হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন দেশটির দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা। বুধবার মাউন্ট ইবু নামের এই আগ্নেয় পর্বতটি সক্রিয় হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী ও ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে এ পর্যন্ত এই নিয়ে পঞ্চমবারের মতো সক্রিয় হলো মাউন্ট ইবু। বুধবার সকাল থেকে বিরতিহীনভাবে ধোঁয়া ও লাভা নির্গত করছে ইবু। পর্বতটির জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠছে।

দুর্যোগ মোকাবিলা বিভাগের হালমাহেরা শাখা কার্যালয়ের প্রধান ওয়াওয়ান গুনাওয়ান আলী সাংবাদিকদের জানান, সকালে আগ্নেয়গির সক্রিয় হওয়ার পর সন্ধ্যার মধ্যে স্থানীয় সরকার ও জনতার উদ্যোগে পর্বতটির আশপাশের এলাকার প্রায় ৩ হাজার মানুষকে সরানো হয়েছিল। বর্তমানে ওই পর্বতের কাছাকাছি ৫টি গ্রামের সবাইকে সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘ দিন ঘুমন্ত থাকার পর ২০২৪ সালের জুন মাসে প্রথম সক্রিয় হয় মাউন্ট ইবু’র জ্বালামুখ। এর পর বিভিন্ন সময়ে বেশ কয়েকবার ভূমিকম্প হলেও আগ্নেয়গিরি আর সক্রিয় হয়নি।

কিন্তু চলতি জানুয়ারি মাসের প্রথম থেকে সক্রিয় হয়ে ওঠে মাউন্ট ইবু। মাসের প্রথম সপ্তাহেই চার বার লাভা ও ধোঁয়া উদ্গিরণ হয়েছে ইবু’র জ্বালামুখ। তবে বুধবার থেকে যে হারে ধোঁয়া ও লাভার উদ্গিরণ শুরু হয়েছে, তা রীতিমতো বিপজ্জনক বলে উল্লেখ করেছেন গুনাওয়ান আলী। ধোঁয়ার সঙ্গে উঠে আসছে রাশি রাশি ছাই।

Check Also

টিউলিপের পদত্যাগে ‘ব্যথিত’ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

শেরপুর নিউজ ডেস্ক: আর্থিক অসংগতি ও দুর্নীতির ব্যাপক অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 15 =

Contact Us