সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা/থানা (একই উপজেলা/থানার ভেতর) অনলাইন বদলি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ বদলি চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি ২০২৫ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃউপজেলা/থানা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি ও শর্তসমূহ প্রতিপালনপূর্বক চলমান থাকবে।

ক. ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন।

খ. ২৫ জানুয়ারি প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্নকরণ।

গ. ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরণ।

ঘ. ৩০ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ;

ঙ. ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ হবে।

Check Also

ফেব্রুয়ারির মধ্যে সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:   বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত থাকায় পাঠ্যবই ছাপতে দেরি হয়েছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eleven =

Contact Us