Home / দেশের খবর / রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক ঘর, শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক ঘর, শিশুর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর শিশুর পরিচয় জানা যায়নি।

টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) আবদুল হান্নান বলেন, ক্যাম্পে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউসার সিকদার বলেন, ক্যাম্পে একটি ঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এ সময় এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক বসতঘর ও নানা স্থাপনা ভস্মীভূত এবং এক শিশুর মৃত্যু হয়েছে।

Check Also

বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি

শেরপুর নিউজ ডেস্ক: আমেরিকা ও ভারত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + six =

Contact Us