Home / অর্থনীতি / ব্যাংকারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ

ব্যাংকারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যাংকটির প্রশাসন বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ফেসবুকে আপত্তিকর পোস্ট, কমেন্ট, শেয়ার বা অশ্লীল মন্তব্য করলে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।

নির্দেশিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে উলে­খ করা হয়েছে।

Check Also

চলতি বছরের শুরুতে রেমিট্যান্সে ধীরগতি

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ১১ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ মার্কিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 2 =

Contact Us