Home / বিনোদন / অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ আলী খান

অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ আলী খান

শেরপুর নিউজ ডেস্ক: বান্দ্রার এক বিলাসবহুল বহুতলের ১২ তলায় থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার রাতে সেখানেই দুষ্কৃতীর ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনি। অভিনেতার মেরুদণ্ড, হাত ও ঘাড়ে ছুরিকাঘাত বেশ গুরুতর ছিল। ফলে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে বলেন জানান সাইফের চিকিৎসক।

ভারতী গণমাধ্যম এবিপির খবরে জানানো হয়েছে, নিউরোসার্জন ডা. নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন ডা. লীনা জৈন এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডা. নিশা গান্ধীর নেতৃত্বে ডাক্তারদের একটি দল অস্ত্রোপচার করছেন।

চিকিৎসকরা বলেছেন, ‘ঘাড় ও হাতের চোটও যথেষ্ট গুরুতর ছিল। প্লাস্টিক সার্জারি করা হয়েছে সেই আঘাতে। সাইফকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন বিপদমুক্ত ঠিকই। কিন্তু প্রতি মুহূর্তে তার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরের কিছু পরে সাইফের টিমের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Check Also

পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূর

শেরপুর নিউজ ডেস্ক: চিত্রনায়িকা শাবনূর বহুবছর ধরে পর্দার আড়ালে। তারপরেও জনপ্রিয়তার এতটুকু কমতি নেই তার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =

Contact Us