সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

শেরপুর নিউজ ডেস্ক: পাঠ্যবইয়ে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে সংক্ষুব্ধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছাত্র-জনতার ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জয়া।

ফেসবুকে জয়া আহসান লেখেন, ‘আদিবাসী নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল।’

বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা জানিয়ে জয়া লেখেন, ‘একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’

Check Also

পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূর

শেরপুর নিউজ ডেস্ক: চিত্রনায়িকা শাবনূর বহুবছর ধরে পর্দার আড়ালে। তারপরেও জনপ্রিয়তার এতটুকু কমতি নেই তার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

Contact Us