Home / দেশের খবর / নরসিংদীতে বিএনপি-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নরসিংদীতে বিএনপি-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

শেরপুর নিউজ ডেস্ক: নরসিংদী সদরের শেখেরচরে ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষে মঞ্জুর ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। তিনি আহত বখতিয়ার হোসেনের ডিস ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ছিলেন। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে বিরোধ চলছে। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরই মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, শুরু হয় গুলি ছোড়া। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জুর নিহত হন, আর আহত হন বখতিয়ার। গুলিবিদ্ধ বখতিয়ারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মঞ্জুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি

শেরপুর নিউজ ডেস্ক: আমেরিকা ও ভারত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =

Contact Us