Home / বগুড়ার খবর / ধুনটে ফসলি জমির মাটি খননের অপরাধে ইটভাটা মালিকের জরিমানা

ধুনটে ফসলি জমির মাটি খননের অপরাধে ইটভাটা মালিকের জরিমানা

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনটে ইট ভাটার জন্য অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল খননের অপরাধে নাইম ইসলাম নামে এক ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান।

জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের একটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিচ্ছিল ভাটা মালিক নাইম ইসলাম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইম ইসলামকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান জানান, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারায় ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Check Also

শিবগঞ্জে নাশকতার মামলায় যুবদল নেতা সৈকত গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় বগুড়ার শিবগঞ্জ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =

Contact Us