Home / বগুড়ার খবর / কাহালুতে রাকিব হত্যা মামলার আসামি ফনি চন্দ্র গ্রেপ্তার

কাহালুতে রাকিব হত্যা মামলার আসামি ফনি চন্দ্র গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার কাহালু উপজেলার আলোচিত রাকিব হত্যা মামলার আসামি ফনি চন্দ্র প্রামাণিককে (২৭) রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের একটি যৌথ আভিযানিক দল অভিযানকালে আজ বিকেল ৪টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকায় এসএ এগ্রো ফিড কোম্পানির ভিতর থেকে রাকিব হত্যা মামলার আসামি ফনিকে গ্রেপ্তার করা হয়। ফনি কাহালু উপজেলার শিবা কলমা গ্রামের প্রফুল্ল প্রামাণিকের ছেলে। তাকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ আগস্ট সকাল ৭টার দিকে ফনিসহ আসামিরা রাকিবকে তার বাড়ির সামনে থেকে পূর্বশত্রুতার জের ধরে অপহরণ করে অটোভ্যানযোগে শিবা কমলা গ্রামে নিয়ে যায়। সেখানে তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে রাকিবের বোন বাদি হয়ে কাহালু থানায় সাতজন এজাহারনামীয় এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর এ মামলার আসামি ফনিকে গ্রেপ্তার করা হয়।

Check Also

শিবগঞ্জে নাশকতার মামলায় যুবদল নেতা সৈকত গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় বগুড়ার শিবগঞ্জ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =

Contact Us