সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / বগুড়ায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ হাজার শিক্ষার্থী

বগুড়ায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ হাজার শিক্ষার্থী

শেরপুর নিউজ ডেস্ক:

আজ শুক্রবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) কেন্দ্রে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থাৎ সাত হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাড়াও তিনটি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বগুড়ায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার ২৪ জন। এরমধ্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রের ভেন্যুতে এক হাজার ৭৫৬, বগুড়া নার্সিং কলেজ ভেন্যুতে ৩৫৪ জন, বগুড়ার নিশিন্দারা উপশহরে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৮৫১ জন এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন হাজার ৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন।

জানা গেছে, এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন বেশি হয়েছে। গত ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় যা শেষ হয় ২৭ ডিসেম্বর। ভর্তি পরীক্ষায় ন্যুনতম পাস নম্বর ৪০।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. নুরুল ইসলাম বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবার কোন সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পরীক্ষার আহবান জানান।

তিনি জানান, গতবার বগুড়ায় এমবিবিএস পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার হাজার ৩শ’র কিছু বেশি। কিন্তু এবার পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার ২৪ জন, যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে এবং সাড়ে ৯টায় বন্ধ করে দেওয়া হবে। সব পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার আহবান জানান তিনি।

Check Also

ফেব্রুয়ারির মধ্যে সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:   বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত থাকায় পাঠ্যবই ছাপতে দেরি হয়েছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + two =

Contact Us