শেরপুর নিউজ ডেস্ক:
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেলো চট্টগ্রাম কিংস। খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়েছে তারা। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে দুইয়ে উঠে এসেছিল ফরচুন বরিশাল। এবার মিরাজ-ইমরুলদের হারিয়ে শীর্ষ দুইয়ে উঠলো স্বাগতিকরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে খুলনা টাইগার্সকে ২০১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা। জবাবে ১৫৫ রানের বেশি করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল।
বড় লক্ষ্য তাড়ায় নেমে খুলনা ব্যাটাররা খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। ৩১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন দারবিশ রাসুলি। এ ছাড়া মোহাম্মদ নওয়াজ ২০ বলে ২৫ রান, আফিফ হোসেন ধ্রুব ১৫ বলে ২০ রান এবং মেহেদী হাসান মিরাজ ৮ বলে ১৯ রান করেন।
চিটাগংয়ের হয়ে আরাফাত সানি তিনটি উইকেট নেন। এ ছাড়া শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ নেন দুটি করে উইকেট।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই উসমান খানের উইকেট হারায় চট্টগ্রাম। ৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানি এই ডানহাতি।
দ্বিতীয় উইকেটে ১২৮ রানের জুটিতে করেন পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। তবে বড় পুঁজির ইঙ্গিত দিয়ে ২৯ বলে ৩৯ রান করে ফেরেন ইমন। অন্যপ্রান্তে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন ক্লার্ক। ৪৮ বলে সেঞ্চুরি পূরণের পর শেষমেশ ৭ চার ও ৬ ছক্কায় ৫০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্লার্কের দ্বিতীয় সেঞ্চুরি এটি।
শেষদিকে ঝোড়ো ইনিংসে সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেছিলেন শামীম পাটোয়ারি। তবে আশানুরূপ ঝড় তুলতে পারেননি তিনি। ১৩ বলে ১৬ রান করে থামেন শামীম। শেষ পর্যন্ত মোহাম্মদ মিথুনের অপরাজিত ১১ রানে দুইশ রানের মাইলফলক স্পর্শ করে চিটাগং।
খুলনার পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ।