Home / দেশের খবর / ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ

ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক:

ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ থাকবে। এতে ভরা মৌসুমে বিধিনিষেধ জারি করায় হতাশ দ্বীপের বাসিন্দারা। এর আগে ১ ডিসেম্বর নানা জটিলতার মধ্যে কক্সবাজার নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনে একটি পর্যটকবাহী জাহাজ পৌঁছে।

সেন্টমার্টিনের হোটেল রয়েল বিচের পরিচালক জাহেদ হোসেন বলেন, নানা জটিলতায় পর্যটক মৌসুমের শুরুতে দ্বীপে পর্যটক আসেনি। এতে হোটেল-রেস্তোরাঁসহ ছোটবড় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরে ১ ডিসেম্বর পর্যটক দ্বীপে আসা শুরু করে। কিন্তু চাহিদা পরিমাণ ব্যবসা হচ্ছে না। বিগত বছরের পর্যটকরা এক মাস আগে থেকে হোটেলের রুম বুকিং দিয়ে রাখতেন। এখন পর্যটক সংখ্যা কমে যাওয়ায় প্রতিদিন রুম খালি থেকে যাচ্ছে। সব হোটেলে একই অবস্থা হাহাকার বিরাজ করছে। বিগত সময় অনুযায়ী ফেব্রুয়ারি বা মার্চ মাসে দ্বীপে পর্যটকদের ভরপুর হয়। কিন্তু বিধিনিষেধের কারণে দ্বীপে ফেব্রুয়ারি মাসে পর্যটক আসার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ আলম বলেন, যে পর্যটক সেন্টমার্টিনে আসছেন সেটি বিগত সময়ের তুলনায় খুব কম। দ্বীপের হোটেল-রেস্তোরাঁ ছাড়াও ছোট-বড় শুঁটকি, পান ও চায়ের দোকান, মাছ বিক্রেতা, ভ্যান ও রিকশা, টমটমচালক (অটোরিকশা) সবাই হতাশ। যেখানে আরো দুই মাস আগে দ্বীপে পর্যটক আসার কথা ছিল সেখানে দুই মাস পরে পর্যটক আসতেছে। তাও বিভিন্ন বিধিনিষেধ অনুযায়ী। সেন্টমার্টিন দ্বীপের মানুষের একমাত্র আয়ের উত্স পর্যটক-ব্যবসা। দ্বীপে পাঁচ-ছয় মাস পর্যটক এলে পুরো বছর তাদের সংসারের খরচ জোগাড় হয়ে যায়। এখন মাত্র দুই মাস সময় পেয়েছেন, তাও চাহিদা অনুযায়ী পর্যটক দ্বীপে আসছে না।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দ্বীপে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক যেতে পারবেন বলা আছে। তবে ফেব্রুয়ারিতে পর্যটক যেতে পারবে কি পারবে না সেটি সরকার সিদ্ধান্ত নেবে। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির পরে দ্বীপে পর্যটক যাওয়া বন্ধ থাকবে।

পরিবেশগত সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটক ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে পাঁচ দফা সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২৮ অক্টোবর স্মারক জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পরিবেশ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে দ্বীপে নৌ-যান চলাচলের অনুমতি দেবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্টমার্টিন দ্বীপে রাত যাপন করা যাবে না, পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন ২ হাজারের বেশি হবে না এবং সৈকতে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি করা ও বারবিকিউ পার্টি করা যাবে না বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।

Check Also

বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি

শেরপুর নিউজ ডেস্ক: আমেরিকা ও ভারত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us