শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে কর্মীদের মান্নোয়নে পরীক্ষার আয়োজন করলো জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে পৌর শাখার বাছাইকৃত কর্মীদের নিয়ে শহরের স্থানীয় একটি অডিটরিয়ামে ওই ব্যতিক্রম ধর্মী পরীক্ষার আয়োজন করা হয়। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে নয়টা পর্যন্ত চলে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য মুহাদ্দিস আমানুল্লাহ সালেহী, শাহবন্দেগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কাওছার আলী, সেক্রেটারী প্রভাষক ইমরান হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী হেদায়েতুল ইসলাম, সাবেক সেক্রেটারী মাওলানা মেসবাহুল আলম, পৌর যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, আবু তালহা, ওয়াসিম উদ্দিন, হায়দার আলী প্রমুখ।
ব্যতিক্রমী ধর্মী এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির আলহাজ¦ দবিবুর রহমান বলেন, একটি নিয়মতান্ত্রিক ইসলামী আন্দোলনের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে ইসলাম প্রতিষ্ঠায় পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে দলটি। সৎ যোগ্য সুনাগরিক তৈরী করা ছাড়া এই কাজটি সম্ভব নয়। তাই দলের কর্মীদের মান্নোয়নে নানামুখি কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বাছাইকৃত কর্মীদের রুকন (সদস্য) স্তরে উন্নীত করার জন্য জামায়াতের স্থানীয় পৌর শাখা জামায়াতের উদ্যোগে ওই পরীক্ষার আয়োজন করা হয় বলে জানান তিনি।