সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / সরকার ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকা

সরকার ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকা

 

 

শেরপুর নিউজ ডেস্ক:
ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় কম খরচে ভোক্তা পর্যায়ে ইলিশ মাছ পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সংস্থাটি ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকা করে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস জানিয়েছেন, এই লটে বিক্রয়ের জন্য ইলিশ মাছের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ মাছ বিক্রি হবে। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে। এই ইলিশ মাছ ফিশিং জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে বলে জানা গেছে।

বিএফডিসির তথ্য অনুযায়ী, সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছের সরবরাহ নিশ্চিত করতে ‘ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়’ সেবামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই কার্যক্রমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করছে। কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয়-ইলিশ কিনে হোন ধন্য’।

বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী জানান, মানুষের জন্য কম দামে ইলিশ মাছ সরবরাহ করতে কোন লাভ ছাড়া তারা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। পরীক্ষামূলকভাবে স্বল্পমূল্যে ইলিশ মাছ বিক্রিতে সফলতা পেলে ভবিষ্যতে তারা আরো বড় উদ্যোগ নেবেন।

Check Also

সবজির বাজারে স্বস্তি হলেও মাছ-মাংস ও চালে স্বস্তি নেই

শেরপুর নিউজ ডেস্ক: শীতকালে সবজি সাধারণত সাধ্যের মধ্যেই থাকে। আর এবার শীতে বৃষ্টির দেখা নেই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 18 =

Contact Us