সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে

গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে

শেরপুর নিউজ ডেস্ক:

হামাসের সঙ্গে করা চুক্তি ইসরাইলের মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। শুক্রবার বেশ কয়েকঘণ্টা ধরে আলোচনা ও ভোটাভুটির পর গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করলো ইসরাইলের মন্ত্রিসভা। যুদ্ধবিরতির পক্ষে ছিলেন ২৪ জন মন্ত্রী এবং আট জন বিরোধিতা করেন। এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, সরকার যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়টি অনুমোদন করেছে। রবিবার (আজ) থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে। যদিও গত দুই দিনে গাজায় ইসরাইলি হামলায় শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। এ নিয়ে গত ১৫ মাসে প্রায় অর্ধলাখ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছে আরও কয়েক লাখ।

কী সিদ্ধান্ত হলো?
আজ থেকে শুরু করে আগামী ছয় সপ্তাহ ধরে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি হবে। প্রথম পর্যায়ে ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে হামাস। তার মধ্যে আজই তারা তিন জনকে মুক্তি দেবে। একজন ইসরাইলি বন্দি ছাড়া হলে প্রথম দফায় ৭৩৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরাইল। তারা প্রতিদিন ত্রাণসামগ্রী নিয়ে ছয়শটি ট্রাক ফিলিস্তিনে যেতে দেবে।

স্পেশ্যাল টাস্কফোর্স: ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি স্পেশ্যাল টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। তারা আগামী ছয় সপ্তাহে গাজা থেকে মুক্তি পাওয়া ৩৩ জন বন্দিকে স্বাগত জানাবে। ইতিমধ্যেই বন্দিদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের মুক্তির বিষয়ে ইসরাইলের কারা বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস নয়, তারাই বন্দিদের বাহনে করে নিয়ে গিয়ে মুক্তি দেবে। এছাড়া ইসরাইলের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, গাজা থেকে ছাড়া পাওয়া বন্দিদের মধ্যে অনেকের হয়তো গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকতে পারে। ইসরাইলের স্বাস্থ্য বিভাগ ও বন্দিদের পরিবারগুলোকে নিয়ে গঠিত ফোরাম তাদের স্বাস্থ্য পরীক্ষার সব ব্যবস্থা করছে। আগে ছাড়া পাওয়া বন্দিদের কাছ থেকেও পুরো তথ্য নেওয়া হচ্ছে। ফোরামের তরফে বন্দিদের স্বাস্থ্যের বিষয়টি দেখছেন হাগাই লেভিন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন টানেলের মধ্যে থাকার ফলে বন্দিদের ফুসফুস ও হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা হতে পারে। কারণ টানেলে পর্যান্ত আলো-বাতাস নেই। —ডয়চেভেলে ও বিবিসি

Check Also

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =

Contact Us