শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসুচী পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় এবং সাংগঠিক পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বেলা ১১টায় ৫শ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় খেজুরতলায় বিএনপির দলীয় কার্যালয়ে অসহায়দের মাঝে কম্বল বিতরণ উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে. এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, জাহিদুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, তৌহিদুজ্জামান পলাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বদিউজ্জামান বদি, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আ: হামিদ, প্রবাসী কল্যান সম্পাদক কায়কোবাদ হোসেন, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সরকার, বিএনপি নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির বিপ্লব, আব্দুল ওহাব, জিয়াউর রহমান, যুব নেতা আসিফ, ছাত্র নেতা শাহাদত, প্রান্ত, রাব্বি, স্বেচ্ছাসেবক নেতা ইমরান প্রমুখ। এরপর বিকেল ৫টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও পরিবারের সুস্থতার জন্য দোয়া করা হয়।