রহিদুর রহমান মিলন,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে পুলিশ অভিযান পরিচালনা করে একজন দেশীয় অস্ত্রধারী ও একজন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি কে গ্রেফতার করে থানা পুলিশ। ১৮ জানুয়ারি শনিবার রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সানবান্দা এলাকার নুরুল ইসলামের ছেলে আসামি মেহেদী হাসান রাব্বি( ২৪)ও জিয়ার পরোয়ানা ভুক্ত নিজবাটিয়া (কড়িতলা) এলাকার জহুরুল ইসলাম এর ছেলে আসামি শাওন মিয়া( ২৫), আসামি মেহেদী হাসান রাব্বির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ১৯ জানুয়ারি রবিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে জানান সারিয়াকান্দি থানা এলাকায় যে কোন অপরাধ নির্মলে আমরা কাজ করে যাচ্ছি। এবং থানা এলাকাকে অপরাধ মুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।