শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, বগুড়ার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। যার যে দপ্তর সে দপ্তরে সর্বোচ্চটা দিয়ে মানুষের সেবা করতে হবে। জেলা প্রশাসক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিংসহ গুরুত্বপূর্ণ বিষয় এবং ভোটার তালিকা হালনাগাদের প্রস্তুতি নিয়ে কথা বলেন।
তিনি রোববার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রায়হান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু, বগুড়া পৌর সভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বক্তব্য রাখেন।