সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে ব্যবসায়ী হায়দার আলীর ১ বছরের কারাদন্ড ও সোয়া ৩ কোটি টাকা অর্থদন্ড

শেরপুরে ব্যবসায়ী হায়দার আলীর ১ বছরের কারাদন্ড ও সোয়া ৩ কোটি টাকা অর্থদন্ড

 

শেরপুর নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক লিমিটেড শেরপুর হইওয়ে শাখা থেকে গ্রহণকৃত ঋণের টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক প্রত্যাখানের মামলার রায়ে ঋণ গ্রহীতা মেসার্স রোজ এন্টারপ্রইজের প্রোপ্রাইটর হায়দার আলীকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৩শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি বগুড়ার শেরপুর পৌর এলাকার স্যানাল পাড়ার মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে। বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শাহ্নাজ পারভীন রবিবার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামি হায়দার আলী তার ব্যবসা পরিচালনার জন্য ইসলামী ব্যাংক বগুড়ার হাইওয়ে শাখা থেকে ব্যাংক ঋণ গ্রহণ করেন। ঋণের ৩ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৩০০ টাকা পরিশোধ করার জন্য তার নামীয় ব্যাংক হিসেবের ওই পরিমাণ টাকা মূল্যমানের একটি ব্যাংক চেক প্রদান করেন।

চেকটি নগদ অর্থায়নের জন্য জমা দিলে ঋণ গ্রহীতা ওই ব্যাংক হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখান হয়। পরে ইসলামী ব্যাংক বগুড়ার হাইওয়ে শাখার পক্ষ থেকে লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি হায়দার আলী ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় মামলাটি দায়ের করা হয়।

Check Also

নন্দীগ্রামে খাবার হোটেলের ম্যানেজারকে অর্থদন্ড

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনা করার অপরাধে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =

Contact Us