শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ার শেরপুরে বিদ্যুৎ বিল বকেয়া, অবৈধ সংযোগ ও ব্যাটারি চার্জারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ১০টি মামলা দায়েরের পাশাপাশি প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শেরপুর (নেসকো) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) সকালে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এজিএম মনিরুল হাসান সরকার পৌর এলাকার পোদ্দারপাড়া, খন্দকার পাড়া ও উপজেলার গোপালপুর, কাফুড়া, ফুলবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অবৈধ বিদ্যুৎ লাইন, ব্যাটারি চার্জারসহ বকেয়া বিদ্যুৎ বিলের দায়ে ১০টি মামলা দায়ের ও সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৯৬ হাজার ৭৯৯ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে ছিলেন নেসকো শেরপুর বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী প্রান্ত সাহা ও শেরপুর থানা পুলিশ।