শেরপুর নিউজ ডেস্ক :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে জনতার জিয়া শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় পৌর বিএনপির বাসট্যান্ড দলীয় কার্যালয়ে সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বিএনপির নেতা হাসানুল মারুফ শিমুল, শফিকুল ইসলাম শফিক, আব্দুল করিম, সোহানুর রহমান লাবলু, জসিম উদ্দিন মন্ডল, কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, আবু রায়হান আজাদ, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, আশেক মাহমুদ রোমান, সামিউল আলম তুষার, শ্রমিক নেতা সাকিল আহমেদ ছাত্রনেতা আরমান, স্বাধীন, জীবন, রাব্বি, প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ সকলের জন্য দোয়া করা হয়।