সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। এই জয়ের নায়ক যুব দলে খেলা ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন।

রবিবার (১৯ জানুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুরে আগে ব্যাটিংয়ের নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে সিলেট৷ দলের পক্ষে ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ওয়াসিফ আকবর। এ ছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন। তবে বল হাতে অবশ্য সফল ছিলেন তিনি, ২৫ রান খরচায় দুটি উইকেট নেন। কিন্তু কাঙ্খিত জয় উপহার দিতে পারেননি সিলেট অধিনায়ক।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। তবে যুব বিশ্বকাপে খেলা আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে চড়ে জয় পেতে সমস্যা হয়নি দলটির। তার দায়িত্বশীল ইনিংসে ভর করে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর। ৫৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া নবীনের ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস।

ম্যাচশেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ঢাকায় মূল পর্ব শুরু হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি বিভাগের জয়ী দলের সঙ্গে মূল পর্বে যোগ হয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দল। সেখান থেকেই ফাইনালে উঠে রংপুর বিভাগ ও সিলেট বিভাগ। যেখানে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল রংপুর।

Check Also

জুনিয়র ট্রাইগ্রেসদের বড় জয়ে বিশ্বকাপ শুরু

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধার সমাধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =

Contact Us