সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ইউনাইটেড হাসপাতালে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ইউনাইটেড হাসপাতালে

 

শেরপুর নিউজ ডেস্ক :
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে।

এদিন সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন বাবর। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

গত বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

গত ১৪ জানুয়ারি চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার সাজা থেকে খালাস পান বিএনপি নেতা বাবরসহ পাঁচজন। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর।

Check Also

ওষুধের দাম নিয়ে জনমনে অসন্তোষ

শেরপুর নিউজ ডেস্ক: মাসে অন্তত ৫-৬ হাজার টাকার ওষুধ কেনেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আহমেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =

Contact Us