সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রামে খাবার হোটেলের ম্যানেজারকে অর্থদন্ড

নন্দীগ্রামে খাবার হোটেলের ম্যানেজারকে অর্থদন্ড

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনা করার অপরাধে এক হোটেল ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপজেলার সদর ইউনিয়নের রণবাঘা বাসস্ট্যান্ডে অবস্থিত জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে হোটেল ম্যানেজার দুলাল হোসেন (২৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, হোটেল এন্ড রেস্টুরেন্টে সবসময় স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না বা তৈরি করতে হবে। তেমনি স্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনাও করতে হবে। এর ব্যত্যয় হলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

শেরপুরে পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  শেরপুর নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =

Contact Us