শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে তিন গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সে বাগড়া কলোনির জামাল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে । শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।