শেরপুর নিউজ ডেস্ক:
পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় বগুড়া শহরের কাঁঠালতলা বাজার ও রাজাবাজার সংলগ্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার কারণে সুলতান ভারাইটি স্টোর ও খলিল স্টোর নামে ২টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ বগুড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।