সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে মুখ খুললেন ডেভিড মালান

তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে মুখ খুললেন ডেভিড মালান

শেরপুর নিউজ ডেস্ক:

বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে। সবশেষ চিটাগাং কিংসের বিপক্ষে তামিমের মেজাজ হারানোর ঘটনা দেখা গেছে। আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপরই তার রাগ্বানিত চাহনি দেখেছে ক্রীড়াপ্রেমীরা। এই অবস্থায় মালানকেও কিছু একটা বলতে দেখা যায়। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যম সরব ছিল। তবে তামিম এবং মালান দুজনই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডেভিড মালান বলেন, ‘তামিমের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। আউট হওয়ার পর আমি হাত তুলে ‘‘সরি’’ বলেছি। তামিম তখন কিছুই বলেনি, শুধু মাঠের বাইরে চলে গেছে। প্রতিপক্ষের একজন খেলোয়াড় আমাকে কিছু বলেছিল, আমি তারই জবাব দিচ্ছিলাম। কিন্তু মানুষ ভাবছে, তামিমের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। এটা একদমই মিথ্যা। পুরো দল সাক্ষ্য দিতে পারে যে এমন কিছু হয়নি।’

মালান যোগ করেন, ‘আসলে আউটের কারণে আমি নিজেই হতাশ ছিলাম। প্রতিপক্ষের খেলোয়াড়ের মন্তব্যে আরো বিরক্ত হয়েছিলাম। কিন্তু এই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

এদিকে নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল লিখেছেন, ‘মাঠে ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পর মালান হাত তুলে সরি বলেছে। আমি কিছু না বলে মাঠের বাইরে চলে যাই। মালান তখন প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের মন্তব্যের জবাব দিচ্ছিল। কিন্তু এ ঘটনা নিয়ে বলা হচ্ছে, আমার সঙ্গে মালানের ঝগড়া হয়েছে। এটি একেবারেই মিথ্যা।’

তামিম আরো বলেন, ‘মাঠের ভুল বোঝাবুঝি নিয়ে এমন গুজব ছড়ানো উচিত নয়। এটি খেলোয়াড়দের জন্য হতাশাজনক।’

Check Also

জুনিয়র ট্রাইগ্রেসদের বড় জয়ে বিশ্বকাপ শুরু

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধার সমাধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

Contact Us