শেরপুর নিউজ ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ মৌমিতা আক্তার লতা হত্যা মামলার রায়ে ঘাতক স্বামী নুর মো. নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেন বিচারক। বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূ মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নয়ন।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত নয়ন।
দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ নয়নের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামে। তিনি ওই গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে। নিহত মৌমিতা আক্তার লতা (২৩) পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সঙ্গে নয়নের বিয়ে হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নয়ন। শেষ পর্যন্ত যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ মৌমিতার মরদেহ উদ্ধার করে এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি ন্যায়বিচারের উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
মৌমিতার পরিবারের সদস্যরা রায়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, এ রায় সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।