নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আঞ্জুমান বানু’র সভাপতি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, ইউএইচএফপিও ডা. মোহাম্মদ তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কামাল আজাদ, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান তোতা, সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মাহাবুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার ওসির প্রতিনিধি এসআই ফিরোজ হোসাইন, পল্লি বিদ্যুতের এজিএম রকিবুজ্জামান প্রমুখ।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।