সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

শেরপুর নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

সোমবার ওভাল অফিসে এটি স্বাক্ষরের পর সাংবাদিকদের তিনি বলেন, ‌‘টিকটকের বিষয়ে প্রতিটি ধনী মানুষ আমাকে কল করেছিলো।’ খবর বিবিসির

নির্বাহী আদেশে উল্লেখ করা সময়ের মধ্যে কোন আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, সাময়িক এই পদক্ষেপ ‘আমার প্রশাসনকে টিকটকের প্রতি শ্রদ্ধা রেখেই একটি যথাযথ পদক্ষেপ গ্রহণের সুযোগ এনে দিবে’।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গতবছর টিকটিক বিষয়ক আইনে স্বাক্ষর করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে সময়ে এটা বন্ধ করা হয়েছিলো তা দুঃখজনক। যুক্তরাষ্ট্রে শনিবার টিকটক বন্ধ হয়ে গেলেও রোববার আবার চালু হয়েছে।

Check Also

ইসরায়েলের কফিনে শেষ পেরেক মারলো আল-আকসা

শেরপুর নিউজ ডেস্ক: গাজাবাসীর বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে রবিবার (১৯ জানুয়ারি)। যুদ্ধবিরতির প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us