শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে একজন আহবায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। গত ১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব( যুগ্মসচিব) আমিনুল ইসলাম সই করা পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজাকে আহবায়ক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
এতে সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া অনুরাগী হাছান আলী আলাল, আম্পায়ার খালেদ মাহমুদ রুবেল, ছাত্র প্রতিনিধি হাসান মোল্লা এবং ক্রীড়া সাংবাদিক গোলাম মোস্তফা মোঘল।