শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় কবির আহমেদ (৬৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২০জানুয়ারি) মধ্যরাতে পৌরশহরের কলেজ রোড নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত কবির আহমদ শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মরহুম বজলুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, উক্ত স্থানে মহাসড়কের পূবপাশ থেকে পশ্চিমপাশে যাচ্ছিলেন কবির আহমদ। এসময় দ্রুতগতির একটি মাইক্রেবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর পড়ে যান তিনি। পরে অপর একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ কবির আহমদ।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। তবে ঘাতক ট্রাক ও ট্রাকের চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আইনী পদক্ষেপ শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।