সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬৬

তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬৬

 

শেরপুর নিউজ ডেস্ক:
তুরস্কে বোলুতে একটি স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের ঘটনায় আরো অন্তত ৫১ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গ্রান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা ওই আবাসিক হোটেলে ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।

তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।

বোলু গভর্নর আবদুল্লা আজিজ আয়দিন জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে জানা যাচ্ছে- চারতলায় হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটি ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে।

হোটেলের কক্ষগুলো আরো অতিথি আটকে আছে কিনা, এখন তার অনুসন্ধান চলছে।

Check Also

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

শেরপুর নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 10 =

Contact Us