সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। বুধবার (২২ জানুয়ারি) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দলীয় নির্দেশনা মেনেই শেরপুর জেলা বিএনপির স্থগিত করা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত নতুন একটি কমিটি হবে।

এর আগে, দুই জানুয়ারি রাতে রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়।

ওই সময় বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

আর বুধবার রাতের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের তিন নভেম্বর দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। এখন থেকে ওই আহ্বায়ক কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। শিগগিরই শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

গেলো বছরের তিন নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হজরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Check Also

প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে ভারসাম্য নিশ্চিত করতে হবে- নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: সংবিধানের মূলনীতি রাখার প্রয়োজন আছে কিনা– এই প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us