শেরপুর নিউজ ডেস্ক:
বিপিএলের চট্টগ্রাম পর্বের সবগুলো ম্যাচই জিতেছে ফরচুন বরিশাল। খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছেন তামিমরা। ৫৯ বলে ৭৭ রান করেও দলকে জেতাতে পারেননি খুলনার নাঈম শেখ।
চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচ শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৭ রান তোলে বরিশাল। দলীয় মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেনের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় বরিশাল।
৩০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন হৃদয়। ৪৫ বলে ৫০ রান যোগ করেন মাহমুদউল্লাহ। ১৯ বলে ৩৯ রান যোগ করেন রিশাদ।
জবাবে ৬ উইকেটে ১৬০ রান করে খুলনা। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি নাঈম। ৬ ছক্কার সঙ্গে ৪ চারের মার মারেন এই ওপেনার।
মিরাজের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৩ রানের ইনিংস। ১৭ বলে ২৭ রানের ইনিংস খেলেন আফিফ। বরিশালের ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন জাহানদাদ।