সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বিএনপি-খেলাফত মজলিস বৈঠকে যেসব বিষয়ে ঐকমত্য

বিএনপি-খেলাফত মজলিস বৈঠকে যেসব বিষয়ে ঐকমত্য

 

শেরপুর নিউজ ডেস্ক:

চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা।

বুধবার (২২ জানুয়ারি) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

 

দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করাসহ সাতটি বিষয়ে একমত হয়েছে দুই দলই।

 

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথি ছিলেন, একসঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং ফ্যাসিবাদী সরকারের পতনে ইসলামি দলগুলোর মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিল, তার মধ্যে খেলাফত মজলিস অন্যতম।

বিএনপির এই নেতা বলেন, তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। দেশের বিদ্যমান রাজনৈতিক ও আর্থসামাজিক প্রেক্ষাপটে মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কী করণীয়, এ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আরো বলেন, আমরা একসঙ্গে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। এ আলোচনায় আমাদের মধ্যে তেমন কোনো দ্বিমত নেই, আমরা একমতই হয়েছি।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, জাতির স্বার্থে ফ্যসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য হওয়ার জরুরি। এ ব্যাপারে তারা একমত হয়েছেন।

তিনি বলেন, সাতটি বিষয়ে আমরা একমত হয়েছি, তা হলো জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নিতে হবে; ইসলামি মূল্যবোধ সমুন্নত ও ধর্মীয় সম্প্রীতির রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে; পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে; খুন, গুম, হত্যা, নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা; আওয়ামী সরকারের সময় আলেম-ওলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।’

বৈঠকে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমেদ আবদুল কাদের।

প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং আবদুল জলিল।

Check Also

মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

শেরপুর নিউজ ডেস্ক: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- ছাত্রদল। মঙ্গলবার (০৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =

Contact Us